দেশের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা ম্যানি লন্ডারিং মামলারর অন্যতম আসামি এ এইচ এম ফোয়াদ কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশ্রারফ হোসেনের এপিএস ছিলেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাংচুরের ঘটনার মামলার আসামি এই নেতা ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তাকে পদ থেকে বহিস্কার করা হয়।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাটারা থানার সহযোগিতায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার আটকের বিষয়ে বুধবার দুপুরে ফরিদুপরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, গতরাতে জেলা গোয়েন্দা পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার সহযোগিতায় তাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে।
তিনি বলেন তাকে রাজবাড়ীর রাস্তার মোড়ের ছোটন হত্যা মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।
তিনি আরো বলেন এই মামলা ছাড়াও দুই হাজার কোটি টাকা ম্যানি লন্ডারিং মামলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাংচুরের ঘটনার মামলা সহ মোট ৮টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এই সব মামলার প্রত্যেকটিতে তার বিরুদ্ধে আদালতে চাজর্শীট দেয়া হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। তিনি বলেন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে ছিলেন ঢাকা সহ দেশের বিভিন্নস্থানে।
তিনি ২০২০ সালের ৭জুন ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হলে আত্মগোপন করেন।