আগামী ১১ ই নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ ইনউনিয়নের মাঝে ১৫ ইউনিয়নে ভোট গ্রহন হবে। বুধবার থেকে মনোনয়ন পত্র জামা দেয়াশুরু হয়েছে। সকালে মনোনয়ন পত্র জমাদেন আমানউল্যাপুর ইনুনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী মো: নুরুল হুদা খোকন ও মো: রাসেল আলম। গোপালপুর ইউনিয়ন থেকে মো: মোশারফ হোসেন মিন্টু, মেম্বার পদে মো: সেলিম, মো: মিজানুর রহমান মিজান, মো: খলিল, মো: ওয়াজি উল্যা মো: হানিফ আলাইয়ারপুর ইউনিয়ন থেকে মো: সাহাব উদ্দিন, মো: শিপন। নির্বাচন অফিস জানায় মনোয়ান পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। যাচাই বাছাই ২১ অক্টোবর, প্রত্যাহার ২৬ অক্টোবর।
প্রতিক বরাদ্ধ ২৭ অক্টোবর ভোট গ্রহন ১১ নভেম্বর।