কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনাসভা, ভূমিকম্প ও অগ্নিকা- সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোর্দার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বুধবার বেলা ১০টায় উপজেলা প্রশাসন অফিসের সামনে আলোচনসভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসন স্কুল এ- কলেজ মাঠে ফায়ার সর্ভিস ডিফেন্স সদস্য ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকা- সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যার মোস্তফা জামান, নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, ফায়র সার্ভিস ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা ইমন মিয়া প্রমুখ।