শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' পালিত হয়েছে।
আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসুচিতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
এর আগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় এবং শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সাব কর্মকর্তা আবু তাহেরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল তাদের দুটি গাড়ি ব্যবহার করে ও অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।