খাগড়াছড়ি জেলার রামগড়ে পৌর মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে এমন খবর অনেকটাই নিশ্চিত। রোববার মনোয়নপত্র দাখিলের শেষ দিনে অপর দুই প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান (রিপন) ও সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মনোনয়ন জমা দেননি। মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ দিনে জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র পদে নির্বাচিত হতে আর কোনো বাধা থাকলো না।
রামগড় উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা দেবাশিষ দাস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন সংগ্রহ করা অন্য দুজন মনোনয়নপত্র দাখিল করেননি।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের উন্নয়নের ¯্রােতধারায় রামগড়কে যুক্ত করার প্রত্যয়ে রামগড় পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাবো।
এদিকে কাউন্সিলর পদে ২৫জন এবং সংরক্ষিত নারী ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বৈধ ঘোষণা করা হয়। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭অক্টোবর এবং ভোট গ্রহণ ২ নভেম্বর। এ ধাপে দেশের ১০টি পৌরসভায় সবগুলোতেই ইলেকট্রনিক (ইভিএম )পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।