পিরাজপুরের নাজিরপুরের বিভিন্ন বিদ্যালয়ে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করলেন স্বেচ্ছা সেবকলীগ। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন করা হয়। বুধবার (১৩অক্টোবর) সকালে উপজেলা বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। এর আগে ওই ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তৌকির আহম্মেদের সভাপতিত্বে ওই বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সজীব। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এসএম নজরুল ইসলাম বাবুল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, সংগঠনের জেলা যুগ্ম সাধারন সম্পাদক মো. জসিম হাওলাদার রায়হান, জেলা গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দিপংকর হালদার (দিপু), উপজেলা যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহিনুর ইসলাম পান্না, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ফকির প্রমুখ। এ সময় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে সহ¯্রাধীক বৃক্ষ রোপন করা হয়।