নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে বদিউল আলম প্রকাশ বদু মিয়া (৭৬) নামের এক বৃদ্ধ হাজতির মৃত্যু হয়েছে। বদু মিয়ার বাড়ি সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে। সে ওই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
বদু মিয়া গত ২৫ সেপ্টম্বর ২০২১ ইং গ্রেফতার হয়ে সেনবাগ থানার একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসাবে কারাগারে বন্ধী ছিলেন। সোমবার দিবাগত মঙ্গলবার রাত দেড়টার দিকে বদু মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কতৃপক্ষ দ্রুত তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম জানান, সোমবার দিবাগত মঙ্গলবার রাত ১টার দিকে বদিউল আলম প্রকাশ বদু মিয়া কারা হাসপাতালের ২ নং ওয়ার্ডে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্ব সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের আবদুল মতিনের ছেলে অটোরিকশা চালক আবুল হোসেন তার ৫বছরের মেয়েকে বদু মিয়া ধর্ষণ করেছে বলে সেনবাগ থানায় নঅরী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে থানা পুলিশ বৃদ্ধ বদু মিয়া ও তার নাতী আজাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।