নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের তোরাপ ব্যাপারী বাড়ির মৃত আমিন উল্লাহ ছেলে ও ছমির মুন্সির হাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ শহীদ উল্লাহ (৪৩) এর দুইটি কিডটি নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করাতে লাগবে প্রায় ১০লাখ টাকা। কিন্তু গরীব ওই অসহায় শহীদের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। নিজের চিকিৎসার করাতে গিয়ে ফ্লাক্সী লোড ব্যবসার পুজি হারিয়ে বর্তমানে প্রায় পথে বসার উপক্রম হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী শহীদের নিজ বাড়ি শায়েস্তানগর গ্রামে হলেও পৈত্রিক তেমন সম্পদ না থাকায় বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে পাশ্ববর্তী ইয়ারপুর গ্রামের জৈনক মাষ্টার আবু তাহের সেলিমের আশ্রয়ে তার বসতঘরে রয়েছে। তাই শহীদ প্রধানমন্ত্রীসহ দেশের বৃত্তশালীদের নিকট তার চিকিৎসার জন্য আর্থিক সহয়তা কামনা করেছেন। তার বিকাশ নং নম্বর ০১৮২০৬২৫৬৯৮।
শহীদ জানায়, সে অসুস্থ হয়ে ঢাকার কিডনি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো ও পরীক্ষা নিরিক্ষার পর তার দুই কিডনি প্রায় অকেজো হয়ে যায় বলে ধরা পড়ে। পরবতীতে ডাক্তার হাসপাতারে ভর্তি থেকে চিকিৎসা করানো পরামর্শ দিলেও অর্থের অভাবে সে চিকিৎসা করাতে না পেরে গ্রামের বাড়িতে চলে আসে। এবং চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি ডায়লোসিস করাচ্ছেন। সপ্তাহে দুইদিন ডায়লোসিস করাতে লাগছে ১০ হাজার টাকা এবং ওষুধ লাগছে ৫হাজার টাকার মতো। তার নিজ গ্রাম বাসীর পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সহায়তা দিলেও তা এক সপ্তাহের ডায়লোসিস খরচে শেষ হয়ে যায়। তাই সে দেশবাসীর নিকট আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।