হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেছেন ৭১এর স্বাধীনতা যুদ্ধে দেশের সকল সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধ দেশের মানুষের মনে সম্প্রতির বন্ধন সৃষ্টি করেছিল। তারই ধারাবাহিকতায় আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই দেশের সম্প্রীতির বন্ধনের ভিত মজবুত করতে সকল মানুষকে ঐক্য বদ্ধ হতে হবে। তিনি গত সোমবার রাতে হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত দূর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
হাটহাজারী পৌরসভার রাজ চন্দ্র চৌধুরী বাড়ী পূজা মন্ডপ হতে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে শারদীয় দূগোৎসবের শুভ সুচনা করা হয়। পূজা উৎসবের উদ্বোধন করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার নাথ,।এতেপ্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অলক মহাজন,। হারাধন চৌধুরী র সভাপত্বিতে এড,সুজন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিমল কান্তি দে, বিজয় দও,রিমন মুহুরী,পরিমল নাথ,মুন্সি সুভাষ চন্দ্র দও, উপদেষ্টা সমীর চৌধুরী, ডাঃ আশীষ চৌধুরী, ডাঃ রাসেল নন্দী, প্রবীর চক্রবতী,কাজল শীল,নিমল নাথ,লিটন নাথ,সনজীব নাথ,পলাশ দে, সুমন দে উওম,রামকৃষ্ণ দে জিটু,রামকৃষ্ণ চৌধুরী,সাজুশীল,সাগর শীল প্রমুখ।