শেরপুরের নকলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের টপটেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সোমবার বিকেলে আর্থিক প্রণোদনা,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেছেন, শেরপুর-২তথা(নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি। নকলা উপজেলার পরিষদ চত্বরে মুজিব শতবর্ষ মঞ্চে এসব বিতরণ করেন তিনি।
এময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান,, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিায়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।