পিরোজপুরের ইন্দুরকানীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ঝুকিহ্রাস বিষয়ক ভলান্টিয়ারদের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কার্যালয় সংস্থার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খামন, ইন্দুরকানী থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফদির হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন। প্রশিক্ষণে ২৫ জন সেচ্ছাবেসক অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিদের রূপসী বাংলা উন্নয়ন সংস্থার সৌজন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।