ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সোমবার সকাল থেকে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। পাঁচ দিনের এ উৎসব শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।
বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। ঘোড়া এমন একটি বাহন যা যুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঘোড়ার পায়ের শব্দও যুদ্ধেরই ইঙ্গিত দেয়। তাই পঞ্জিকা মতেই ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। অর্থাৎ এই সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে। পঞ্জিকা বলছে দুর্গার এবার দোলায় গমন। দোলায় গমনের ফলাফল হল মড়ক লাগা।
নোয়াখালীর সেনবাগে এবার ১৮টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ১২টি প্রতিমা পুজা ও ৫টি ঘট পুজা। ইতোমধ্যে মন্ডপ গুলো সাজ সজ্জা শেষ হয়েছে এবং শুরু হয়েছে পুজার আনুষ্ঠানিকতা।
ইতিমধ্যে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌছে গেছে। এবং সরকারের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পুজা উদযাপনের জন্য বরাদ্দ করা অর্থ দেওয়া হয়েছে।
সেনবাগ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস জানান,তাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা নিযে তারা খুশি।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা জানান,মন্দিরের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে মন্দীরগুলোতে পুলিশ ও আনচার সদস্যলা পৌছৈ গেছে, টহলে রয়েছে আইনুশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।