কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের হাসানপুর বাজার ঈদগাহ জামে মসজিদে পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি। এই উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় গত রোববার বিলেক সাড়ে ৫ টার দিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাজী আবু বক্কর সিদ্দিক, দামপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, দামপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী আকবর, মসজিদ কমিটির ক্যাশিয়ার পল্লী চিকিৎসক মাইজ উদ্দীন ও অত্র মসজিদের পেশ ইমাম আবুল বাশার।