টাঙ্গাইলের দেলদুয়ারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়ে ৮ ইউনিয়নের নৌকার প্রার্থীরা প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছেন। স্ব-স্ব প্রার্থীর পক্ষে কর্মী-সমর্থকরা নির্বাচনী এলাকায় ইতোমধ্যে আনন্দ মিছিল করেছেন। রিতিমত সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ।
দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদে নৌকার টিকেট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ উজ্জামান খান। তিনি বলেন মনোনয়ন পেয়ে আমি খুব খুশি। দেলদুয়ার ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চাই। সেই সঙ্গে জননেত্রী শেখ হাসিনাকে দেলদুয়ার সদর ইউনিয়নে নৌকার বিজয় উপহার দিতে চাই।
ডুবাইল ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন গত নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মিয়া। ইলিয়াস মিয়া বলেন, নেত্রী আমার হাতে ২য় বারের মতো নৌকা তুলে দিয়েছেন। এ ইউনিয়নে নৌকার জয় এবারও হবে ইনশাল্লাহ্।
আটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাসুদুল হাসান তালুকদার। নির্বাচনে বিজয়ের ব্যপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এলাসিন ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন গত নির্বাচনে নৌকার টিকেটে নির্বাচিত চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন তালুকদার। এবারও তিনি নির্বাচিত হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
লাউহাটী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান সরকার। জয়ের ব্যপারে তিনি আশাবাদী।
পাথরাইল ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাম প্রসাদ। এবার তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন এমনটাই জানিয়েছেন।
ফাজিলহাটী ইউনিয়নে নৌকা পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী। গত নির্বাচনে তিনি বিএনপি’র প্রার্থীর নিকট পরাজিত হয়েছিলেন। এবার তিনি বিজয়ী হবেন বলে জানিয়েছেন।
দেওলী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান তাহমিনা হক। তিনি বলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ ছেড়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিয়েছেন। বিজয়ী হয়ে আমি নেত্রীকে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি উপহার দিবো।
প্রার্থী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রার্থীর বিভিন্ন দিক চুলচেরা বিশ্লেষন করে যোগ্য ব্যক্তিদেরই মনোনয়ন দিয়েছেন। এতে সঠিক নেতারাই মূল্যায়িত হয়েছেন। প্রমানিত হয়েছে বিদ্রোহীরা কোন দিনই দলে মূল্যায়িত হবেন না। নৌকার প্রার্থীদের জয়ের ব্যপারে আমরা পুরোপুরি আশাবাদী।