কমিটির দৌলতপুরের তারাগুনিয়ার শনিবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আহসানুল হক পচা মোল্লার বাস ভবন চত্বরে দৌলতপুর থানা যুবদলের আহ্বায়ক বেনজির আহাম্মেদ বাচ্চুর সভাপতিত্বে যুবদলের নবগঠত আহ্বায়ক কমিটির সদস্য অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এম,পি আলহাজ¦ রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর বিএনপির সেক্রেটারী শহীদ সরকার মঙ্গল। বি এন পির অন্যতম নেতা রুহুল কুদ্দুস, গোলম মোস্তফা, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আকবর আলী, শের আলী সবুজ। এমত বিনিময় সভায় দৌলতপুর উপজেলা যুবদলের নব গঠিত কমিটির বেনজির আহামেম্দ বাচ্চু আহ্বায়ক এবং আব্দুল্লা আল মামুন যুগ্ম আহবায়খ সহ ৪৫ সদস্যর যুব দলের সকল সদস্য কে অভিনন্দন জানিয়ে দলকে শক্তিশালী করার আহবান জানান হয়।