দূর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। রোববার সকাল ৮ টায় সীতাকু- পৌর সদরের উত্তর বাইপাস ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ মেহেদীনগর গ্রামের আলমগীরের পুত্র মেহেদি হাসান জনি (১৩) ও খুলনা বাগেরহাট চিতলমারি থানার মিন্টু মিয়ার পুত্র সিয়াম (১০)। এ সময় নিহত শিশু সিয়ামের পিতা মিন্টু মিয়া (৩২) ও গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে একটি মাছবাহী মিনি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে মাছ নামানোর সময় ঢাকা মুখী অপর একটি লরী মিনি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে ২জন ঘটনাস্থলে নিহত ও ১ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহত শিশু সিয়ামের পিতা মিন্টু মিয়া ও গুরুতর আহত হয়। আহত মিন্টুমিয়ার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানায় হলেও তারা দীর্ঘদিন ধরে সীতাকু- পৌর সদরের সোবাহানবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক বলেন, সকালে সড়কের পাশে দাঁড়ানো একটি মিনি ট্রাককে পিছন থেকে একটি লরী ধাক্কা দেয়। বাবা ও ছেলে এ সময় সড়ক পার হতে গিয়ে মিনি ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলেই শিশু সহ অপর একজন পথচারী মারা যায় এবং ১ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দূর্ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে এবং দূর্ঘটনা কবলিত ট্রাক ও লড়ি আটক করেছে।