শেরপুরের নকলা প্রেসক্লাবের নতুন অফিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিন ও মুঠো ফোনে ইউএনও মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় অংশ নেন নকলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল সহ অন্যনরা । শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিম কাসেমী এসময় নকলা প্রেসক্লাবের কর্মকর্তাগণ সহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।