পিরোজপুর-মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম,বঙ্গবন্ধু দেশকে একাত্রিত করার জন্য বাংলা ভাষাভাষীদেরকে আলদা একটি প্লাটফর্মে আনার চেষ্ট করেছিলেন, সেই প্লাটফার্টারের নাম বাঙালি পরিচয় বাঙালি জাতীয়তাবাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধান মন্ত্রীর অনুদানের চেক বিতনর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন। পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলা মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মোশেরফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশামক আবু আলী মোহাম্মদ সাজ্জ্বাদ হোসেন, পুলিশ সুপার সাঈীদুর রহমান উপজেলা পূজা কমিটির সভাপতি, পৌর মেয়র গোলাম কবিরসহ আরো অনেকে।