স্হানীয় সরকারের তৃনমুল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন। সারা দেশে ইউ পি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ১ম ২য় দাফে নির্বাচন সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের সন্ধীপ উপজেলায় ইউ পি নির্বাচন সম্পন্ন হয়েছে। তাছাড়া ফটিকছড়িসহ আরো দুই / এক উপজেলায় ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সামনে যে কোন সময় হাটহাজারী উপজেলার ইউ পি নির্বাচনের তফসিল ঘোষণা আসতে পারে নির্বাচন কমিশন থেকে। এই উপজেলায় আসন্ন ইউ পি নির্বাচন নিয়ে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের দৌড় ঝাপ ও চেষ্টা তকদির শুরু হয়েছে। এই নির্বাচন বিশেষ করে দলীয় প্রতীক এর মাধ্যমে হবে। তাই দলীয় প্রতীক নিজের পক্ষে আনতে সম্ভাব্য প্রার্থীরা উপজেলা, জেলা এমনকি অনেকে কেন্দ্রে পর্যান্ত ছুটাছুটি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে সাধারণ মানুষের প্রত্যশা সৎ,যোগ্য, ত্যাগী, নিবেদিত, নিঃলোভ ক্লিন ইমেজ প্রার্থী। সার্বক্ষণিক ভাবে জনগনের পাশে থেকে এলাকার উন্নয়ন করতে জনগনের অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধান করতে পারে এমন লোক যাতে দলীয় মনোনয়ন পায় সেই বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় আনা উচিত বলে মত প্রকাশ করেছেন সচেতনমহল। হাইব্রীড সরকার দলীয় মনোনয়ন প্রার্থীদের ব্যাপারে সজাগ সচেতন থাকার বিষয় বিশেষভাবে বিবেচনায় আনার উপর গুরুত্ব আরোপ করেছেন নিরীহ গ্রামবাসী। সরকার দলীয় প্রার্থীদের নির্বাচনের ব্যাপারে বেশ আগ্রহ দেখা গেলে ও অন্যান্যদলের নেতা, কর্মী ও সমর্থকদের নিবাচনের ব্যাপারে তেমন তৎপরতা ও আগ্রহ তেমন লক্ষ্যনীয় নয় বলে ও জানা গেছে। জনসেবা করতে আগ্রহীদের ও এই নির্বাচনে তেমন উৎসাহ নেই বলে অনেকে বলাবলি করতে শুনা যাচ্ছে।
হাটহাজারী উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। যদি ইউ পি নির্বাচন হয়, তাহলে এই ১৪টি ইউ পিতে নির্বাচন হবে। প্রত্যেক ইউ পিতে সরকার দলীয় ৮থেকে ১০/১২ জন করে প্রার্থীদের নাম শুনা যাচ্ছে। অনেক প্রার্থী ইতিমধ্যে রং বে রং এর পোষ্টার লিপলেট, ছাপিয়ে নিজেদের প্রার্থীতার কথা জানান দিচ্ছে। আবার অনেক প্রার্থী নিজ নিজ আস্তাভাজনদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কথা ও লোকমুখে প্রচারিত হচ্ছে। এই উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন সকল চেয়ারম্যান প্রার্থী দলীয় প্রতীক চাইবে বলে এক প্রকার নিশ্চিত বলে জানা গেছে। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক চাইবে। যদি দলীয় প্রতীক না পায় অনেকে সতন্ত্র প্রার্থী হওয়ার বিষয় চিন্তা ভাবনা করার কথা ও কানাঘুষা হচ্ছে। ১৪ ইউনিয়নে সরকার দলীয় প্রতীক পাওয়ার জন্য শতাধীক প্রার্থীর নাম প্রচারিত হচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছে। বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজে প্রার্থী হওয়ার বিষয় জানান দিচ্ছে। বলতে গেলে এই উপজেলায় ইউ পি নির্বাচনের হাওয়া বইতে শুরু করছে। ক্ষমতাসীন সরকার দলীয় চেয়ারম্যানগন নিজেদের সময়ে এলাকার উন্নয়ন কর্মকা-ের কথা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাবেশে তুলে ধরে আসন্ন নিবাচনে তাঁর পক্ষে জনমত গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে।