প্রানী সম্পদ দপ্তরের রেজিষ্টার্ষ্ট্রড চিকিৎসক না হয়েও বাড়তি টাকা পাওয়ার আশায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রানী সম্পদ দপ্তরের অফিস সহকারী মনির হোসেন গরুর চিকিৎসা করতে গিয়ে গরুর শরীরে ওষধ প্রয়োগের সাথে সাথেই দুই লাখ টাকা দামের বড় ১৮ মাস বয়সী একটি ফ্রিজিয়ান বকনা (বহন) ফার্মের গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় উপজেলার কালিনগর গ্রামের কৃষক তানিম মিয়ার বাড়ীতে।
ভাগ্য পরিবর্তনের আশায় অনেক কষ্টে ঋন ধারে ক্রয় করে আনা একমাত্র মা ফ্রিজিয়ান গরুর বাছুরটির মৃত্যুতে গরীব কৃষক তানিম মিয়া দিশেহারা হয়ে পড়েছে এবং এলাকায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষক তানিম মিয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট সুষ্ঠ বিচার ক্ষতি পূরন প্রার্থনা করেছে। এদিকে প্রানী সম্পদ দপ্তরের ফিল্ড ফ্যাসিলেটেটর কর্তৃক গরুর কান কেটে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বাঘবেড় ইউনিয়নের পশ্চিম কালিনগর গ্রামের বোরহান উদ্দিন খানুর ছেলে তানিম মিয়া শনিবার সকাল ১০ টায় ফ্রিজিয়ান গরুর পিছনের বাম পায়ের কাছে ফুলে গেছে সমস্যার কথা জানায় অফিস সহকারী মনির হোসেনের নিকট। এসময় মনির জানায় বাড়ীতে এসে গরু দেখতে হবে এবং ভিজিট দিতে হবে। পরে অফিস সহকারী মনির হোসেন গরু দেখে তানিমের কালিনগর বাড়ীতে গিয়ে মা এবং বকনা বাছুর দেখে প্রথমে মা বড় ৪ লাখ টাকা দামের ফ্রিজিয়ান গাভীটিকে ইনেজকশন পুশ করে। কিছুক্ষন পরে ওই মা গাভীর বকনা বাছুর (বহন) টির শরীরে ৩টি ইনজেকশন পুশ করে। বকনা বাছুরটির শরীরে ইনজেকশন পুশ করার সাথে সাথেই বাছুরটি কাপঁতে থাকে এবং মাটিতে লুটিয়ে পড়ে। অফিস সহকারী মনির হোসেন উপস্থিত থাকাকালিন সময়েই বাছুরটির মৃত্যু হয়।
অফিস সহকারী মনির হোসেন বলেন, আমাকে তানিম জানানোর পরে আমি তার বাড়ীতে যাই এবং গরু দেখে প্রথমে মা গরুর শরীরে ইনজেকশন দেই। পরে বকনা বাছুরের গরুর শরীরে প্রনোসিলিন, ইথিষ্টা ও কিটোভেট ইনজেকশন দেই। কিছুক্ষন পর বকনা বাছুরটি মারা যায়।
নালিতাবাড়ী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান বলেন, মনির পশু চিকিৎসক নয়। সে অফিস সহকারী। অনেক সময় আমরা না থাকলে সে যায়। আমাকে এই গরু সম্পর্কে জানিয়েছে। পরে আমার পরামর্শে সে ইনকেজশন পুশ করে। গরুটি মারা যায়। আমার ধারনা গরুর তরকা রোগ আছে। স্যাম্পল সংগ্রহ করেছি। এটি পরিক্ষাগারে পাঠানো হবে। রির্পোট আসার পরেই জানা যাবে কি কারনে এটি হয়েছে।