উইমেন এ- ই কমার্স ফোরাম (উই) এর চাঁদপুরের উদ্যোক্তাদের অফিসিয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর শহরের রসুইঘর পার্টি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে এ সভায় প্রায় ৪১জন উদ্যোক্তা অংশ নেন।
এ সময় উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী নানা ধরনের দেশীয় পণ্যসহ হাতে তৈরি বিভিন্ন মজাদার খাবার সামগ্রী প্রদর্শন করেন। এর মধ্যে শাড়ি, চাদর, মেয়েদের পোশাক, কেক, পিঠা, সন্দেশ, নানা ধরনের আচারসহ বিভিন্ন পণ্যের সমারোহ ঘটে।
সভায় উই-এর ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর নাদিয়া রওশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্যোক্তা খাদিজা আক্তার তুলি, নিলা রহমান, সিয়াম আহমেদ, তানিয়া ইসলাম, পূর্ণিমা রায়, মিফতাহুল জান্নাত নুর, জুয়েল পাটোয়ারি, বামপি রায়, আইরিন রহমান, রাশেদ চৌধুরী, মুনমুন শারমিন প্রমুখ।
আয়োজকরা জানান, এদেশের নারীদের সাবলম্বী করার লক্ষে ২০১৭ সাল থেকে উইমেন এ- ই কমার্স ফোরাম কাজ করছে। এরপর থেকে সারাদেশে নারী উদ্যেক্তাদের প্রশিক্ষণ, পরামর্শ ও পন্য বিক্রিতে সহায়তাসহ বিভিন্ন কাজ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলার নারী উদ্যোক্তাদের একত্র করার লক্ষে বিভিন্ন সময়ে পন্য প্রদর্শনীর মাধ্যমে মিলনমেলা ঘটে। সভায় উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষায় উই-এর সহযোগিতা কামনা করেন।