চট্টগ্রাম - নাজিরহাট, চট্টগ্রাম - রাউজান মহাসড়কের হাটহাজারী বাস স্টেশন এলাকায় যানযট নিত্য ব্যাপার। এতে করে এই দুই মহাসড়কে চলাচলকারী যাত্রীদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। যানযটের কারণে মানুষের কর্মসময় নষ্ট হয়। তাছাড়া রোগীবাহী এম্বুল্যান্স অনেক সময় যানযটে আটকে পড়ে রোগীর মৃত্যুর কারণ হতে থাকে। এমনকি অগ্নিদূর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের যানযটে আটকে পড়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারে। ফলে এই স্হানে ফ্লাইওভার নির্মাণ এখন সময়ের দাবীতে পরিনত হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকোশলীর আবদুর সবুর ও সওজর সিনিয়র কর্মকর্তারা চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়ক পরিদর্শনে প্রাক্কালে হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বরে শুক্রবার এসে পৌঁছলে সড়ক বিভাগের এসব কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ কালে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপরে মহাসচিব আলহাজ¦ মনজুরুল আলম চৌধুরী মন্জু, এবং হাটহাজারী বাস স্ট্যান্ড ও বাজার কলেজ গেট যানজট নিরসনে জন্য ফ্লাইওভার নির্মাণে যৌক্তিকতা তুলে ধরেন। এ সময় কর্মকর্তাদের হাতে গণস্বাক্ষরের আবেদন জমা দেন, এই সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, বিষয়টা তিনি গভীর ভাবে বিবেচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্হা গ্রহনের জন্য মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে আশ্বস্হ করেন।তাছাড়া এই গুরুত্বপূর্ণ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে ও তিনি নেতৃবৃন্দ জানান। এ সময় বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের কর্মকর্তা,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেশব কুমার বড়ুয়া