প্রাণী সম্পদ অধিদপ্তরে উদ্যোগে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার সিআইজি খামারীদের মাঝে বিনামূল্যে হাস-মুরগি ও গরু ও ছাগলের খাবার বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি কর্মসূচীর আওতায় মোট ১৮ জন প্রশিক্ষণ প্রাপ্ত (সিআইজি) খামারীদের মধ্যে জন প্রতি ১০টি করে হাঁস, ১০টি মুরগি, ২শ৪০ কেজি গরুর খাবার, ছাগলের ঘর এবং ১১৫ কেজি করে হাঁস মুরগির খাবার, বেলচা, বালতিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রাণী ধর এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্চিব কুমার বিশ্বাস, ভেটেরিনারী সার্জন সোমা সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।