হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন
গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম এর নেতৃত্বে অভিযানে উড়কিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়েছে। নৌকার মালিক তথা অবৈধ মৎস্য শিকারী অভিযান পরিচালনাকারীর স্পিডবোট দেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
ইউএন ও মোঃশাহিদুল আলম বলেন,বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা'র বিভিন্ন স্থান থেকে ৫ টি বড় ঘেরাজাল উদ্ধার করা হয়। জাল ৫ টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফ এর সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।
অভিযানে নিয়মিত সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, হাটহাজারীর পক্ষ থেকে আইডিএফ ও গ্রাম পুলিশ সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একইসাথে অবৈধ মৎস শিকারীদের বিষয়ে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতার অনুরোধ করছি।