হাটহাজারীর ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ অবৈধভাবে দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী নাসের চৌধুরী বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় একটি জিডি করেছে। জিডি নং ৪৬৭। তারিখ ৭ অক্টোবর।
থানায় করা জিডির বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলা কালে একটি মহল বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাস্তা নির্মানের কাজ শুরু করে। সংবাদ অবহিত হয়ে তিনিসহ বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মাঠে রাস্তা নির্মানের কাজে বাধা দিলে নির্মাণ কাজ করে রাস্তা নির্মানকারীরা বলে চলে যায়। পরবর্তীতে শিক্ষকগন যথারীতি বিদ্যালয়ের অনুষ্ঠানে চলে গেলে পরে পুনরায় রাস্তা নির্মানের কাজ করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক ও শিক্ষকগন মাঠে নির্মিত রাস্তা উচ্ছেদ করে দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ রাতের আঁধারে পুনরায় কিংবা বিদ্যালয় বন্ধের সুযোগ নিয়ে আবার ও বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে রাস্তা নির্মানের আশঙ্কা প্রকাশ করে জিডি করেছেন বলে উল্লেখ করে, এ ব্যাপারে থানা পুলিশের কাছে ঘটনার প্রতিকার প্রার্থনা করেছেন।