‘মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার’ এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শুরুতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এ সময় পুলিশ সুপার মুনসাতিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে প্রীতি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করে আরাপপুর ইউনাইটেড ফুটবল একাদশ ও ঝিনাইদহ ফুটবল একাডেমি একাদশ। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্থে ২ গোলে এগিয়ে যায় আরাপপুর ইউনাইটেড ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পরিশোধ করে ফলাফল সমতায় আনে ঝিনাইদহ ফুটবল একাডেমী। বাকি সময় কোন পক্ষই গোল করতে না পারায় খেলা গড়াই ট্রাইব্রেকারে। শেষে ৫-১ গোলে জয় পায় ঝিনাইদহ ফুটবল একাডেমী। খেলা শেষে সন্ধ্যায় উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।