চাঁদপুর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের চতুর্থ দিনের অভিযানে বৃহস্পতিবার আটক ১০ জেলেকে ১ বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চাঁদপুর কোস্টগার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় এদিন পৃথক অভিযানে
দুটি মাছ ধরা নৌকা, ৬০ কেজি ইলিশ মাছসহ জব্দ করা হয় বিপুল পরিমান জাল।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন চৌধুরী।
কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের লালপুর ও খেরুদিয়া এলাকার নাছির হোসেন (৩০), সফিকুল ইসলাম (২০), আবদুস সুক্কুর গাজী (২০), কোখন বেপারী (২৩), ফারুক দর্জি (৩০), মনির হাওলাদার (২০), মো. ফারুক খান (৩২), মো. নাছির (২৯), আউয়াল হাওলাদার (৬৩) ও গোলাম রাসেল (২৩)।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টচার্য বলেন, এ দিন ভোরে মাছ ধরা অবস্থায় টহলরত আইন-শৃঙ্খলা বাহিনী জাল নৌকা মাছসহ জেলেদের আটক করা হয়েছে।পরবর্তীতে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা দুটি কোস্টগার্ড ও মৎস্য বিভাগের জিম্মায় রাখা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কন্ট্রোল থেকে জানানো হয়, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই চার দিন চাঁদপুরে ৩৪ লাখ মিটার জাল, ইঞ্জিনচালিত মাছ ধরার দুটি নৌকা এবং প্রায় একশ কেজি ইলিশ জব্দ এবং ১৫ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।