চট্টগ্রামের হাটহাজারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা শাখা আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফিরোজ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব মোহাম্মদ বেলাল হোসেন
প্রধান আলোচক ছিলেন শিক্ষক প্রশিক্ষন মহাবিদ্যালয়ের প্রশিক্ষক শামসুদ্দীন শিশির
বিশেষ অতিথি ছিলেন বাশিস চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক শিমুল কান্তি মহাজন
হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, বাশিস হাটহাজারী শাখার সবেক সভাপতি এমরান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রমজান আলী চৌধুরী, শিক্ষক চান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুনীল কান্তি দে- রেজাাউল হক- আতিকুর রহমান - প্রনব কুমার ভট্টাচার্য প্রমূখ।