পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৯টি ফার্মেসীর মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০৫অক্টোবর) বিকেলে পৌর শহরের কেএম লতীফ মেডিসিন মার্কেটের বিভিন্ন ওষুধের ফার্মেসীতে অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া অভিযান পরিচলনা করেন। এ সময় পৌর শহরের সূচনা মেডিকেল হল ৫ হাজার টাকা, সীমান্ত মেডিকেল হল ১৫ হাজার টাকা, জনসেবা ফার্মেসী ৩ হাজার টাকা, মাহাবুব ফার্মেসি ১৩ হাজার টাকা, মেসার্স ইফতি ঈশান মেডিকেল হল ৫হাজার টাকা, আহম্মেদ ড্রাগস হাউজ ৫ হাজার টাকা, সোনারগাঁও মেডিকেল হল ১০ হাজার টাকা, মা মেডিকেল হল ১ হাজার টাকা ও হাওলাদার ফার্মেসী ৫ হাজারসহ মোট ৯টি ফার্মেসী থেকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।