জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদ্যাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুম সোমেশ্বরীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহনেওয়াজ নোমান, ইউআরসি ইন্সট্রাকটর মহির উদ্দিন, উপজেলা সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ।
এসময় সহকারি কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।