সবার জন্য প্রয়োজন, জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান এর সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন ও পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, ইউ এইচ এফ পিও ডাঃ গোলাম মোস্তুফা, ইউপি চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আরো অনেকে। শেষে এক র্যালি বের হয়।