বয়সের ভারে নুয়ে পড়েছেন অধিকাংশ বয়স্ক প্রবীন মুক্তিযোদ্ধাগন। বর্তমানে তাদের হেঁেট যেতেই কষ্ট হয়। এদিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের উত্তর বাজারস্থ এলাকা হতে আড়াইআনীস্থ নতুন ভবনের দুরত্ব প্রায় এক কিঃ মিঃ হওয়ায় চায়ের দোকানে এখানে সেখানে ঘুরে মুক্তিযোদ্ধারা নানা জনের সাথে কথা বলে কাজ সেরে বাড়ী চলে যান প্রতিদিন। তাদের বসার জন্য সরকার দুটি সুন্দর জায়গা তৈরি করে দিলেও এবং সবকিছু থাকলেও সেখানে বসার কোন অবস্থানে তারা নেই। এবস্থায় যাদের জন্য নির্মাণ করা হয়েছে নতুন বিল্ডিং তারাই আসছেন না পুরাতন কিংবা নতুন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে। বছরব্যাপী বন্ধ থাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি যেন হয়ে উঠেছে পোকা মাকড়ের বাসস্থান। অযতœ অবহেলায় পড়ে আছে ভবনটি।
তবে অনেকের মতে, শহরের উত্তর বাজারস্থ নিচতলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনটিতে মুক্তিযোদ্ধা বসতে পারলে তাদের জন্য উপড়ে উঠার কষ্ট অনেকটা কম হয়। উপড়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় না। উপড়ের দুতালা ভাড়া হিসাবেও দেওয়া যায়। তবে মুক্তিযোদ্ধাদের মতামত নিয়েই বিগত সময় এই ভবনে দোকান ভাড়া দেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে নালিতাবাড়ী শহরের উত্তর বাজারস্থ দুইতলা একটি মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ভবন নির্মিত হয়। সেটি বর্তমানে নিচতালা ভাড়া প্রদান করা হয়েছে এবং উপড়ের তালা মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য রাখা হয়েছে। এদিকে আবার শহরের আড়াইআনীতে ২০১৮ সালে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে উত্তর বাজারস্থ পুরাতন দুইতলাতে মুক্তিযোদ্ধারা বসছেন না এবং দুরত্বের কারণে আড়াইআনী নতুন বিল্ডিংটিতেও তারা যাচ্ছেন না। ফলে বিল্ডিং বিল্ডিংয়ের জায়গাতেই পড়ে আছে।
সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ২০১৩ সালের ৮ জুলাই এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। ভবনের প্রবেশ মুখেই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমানের প্রতিকৃতি। পশ্চিম পাশে রয়েছে ছোট ১টি ডোবা। তার সাথে রয়েছে ছাতি বেষ্টিত পাকা বসার জায়গা। যাতায়াত না থাকা এবং দায়িত্ব দেওয়া তেমন কোন লোক না থাকায় স্বাধীনতা দিবস, বিজয় দিবসেও নতুন ভবনটিতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উড়ে না। জাতির পিতার প্রতিকৃতিতেও ধূলো জমে আছে। চারপাশে আগাছায় ভর্তি। ঘর বেঁধেছে সাপ বিচ্ছু আর পোকা মাকড়। অযতœ-অবহেলায় নষ্ট হচ্ছে ভবন ও ভবনের আসবাবপত্র।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান আক্তার বলেন, ১৯৯১-৯২ সালে উত্তর বাজারস্থ এই বিল্ডিং তৈরির সময় তখন আমি কমান্ডার হিসাবে দায়িত্বরত ছিলাম। তখন জাকজমকপূর্ন ছিল সংসদ ভবন। এখান থেকেই সব সভা মিটিং হত। ৩৬৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে এখন বেঁচে ১৫২ জন মুক্তিযোদ্ধা। তারাও এখন অধিকাংশজন অসুস্থ। বাজারে কিংবা সংসদে তারা আসতে পারেন না। এদিকে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনও নেই। মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্সে লাইব্রেরী, মুক্তিযুদ্ধ ইতিহাস সমৃদ্ধ মিউজিয়াম স্থাপন ও পার্ক পরিবেশ করা যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, নতুন ভবনসহ সবকিছুই আছে। কিছু ফার্নিচারও আছে। এখন মুক্তিযোদ্ধারা বয়সের কারণে ভবনে আসতে পারছেন না। তারা যে কোন সময় সব কিছুই ব্যবহার করতে পারে।