চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীস্থ লালুটিয়া চৌকিদরি ফাঁড়ি সেতুটি প্রায় চার যুগ ধরে কেবল আশ্বাসে ঝুঁেল আছে। এলাকাবাসীর লালিত স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। উপজেলার দোহাজারী ইউনিয়নের দিয়াকুল ,লালুটিয়া ও সাতকানিয়া উপজেলার পুরানগড় ,বাজালিয়া ইউনিয়নের মানুষকে শত বছর ধরে বিভাজন করে রেখেছে প্রমক্তা শঙ্খ নদী। একটি সেতুই হতে পাড়ে ওই দুই ইউনিয়নের মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন। তা ছাড়াও পার্শ্ববর্তী ধোপাছড়ি ,বাজালিয়াসহ বিভিন্ন এলাকার মানুষকে নৌকা করে শঙ্খ নদী পারাপার হওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই। গ্রীষ্মকালে শঙ্খ নদীতে পানি না থাকায় পায়ে হেঁটে পারাপার করলেও বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা পানির ঢলে নৌকা দিয়ে পারাপারে চরম দূর্ভোগ পোহাতে হয়। শক্সেখর খর ¯্রােতে জীবনের ঝুঁিক নিয়ে নদী পারাপারে প্রতিবারগুণতে হচ্ছে ইজারাদারের টাকা। বার বার সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীরা লালুটিয়া চৌকিদার ফাঁিড় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। ৯৬’সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দোহাজারীস্থ দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের সুবাধে চৌকিদার ফাঁিড় পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর প্রাণের দাবির প্রেক্ষিতে তিনি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘ সময় পারিয়ে গেলেও কেউ এগিয়ে আসেনি। চৌকিদার ফাঁিড় সেতুটি নির্মিত হলে দুই ইউনিয়ন বাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি দ্রুত সময়ে মানুষ তাদের গন্তব্যস্থানে পৌছে যাবে। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, নৌকা দিয়ে শঙ্খ নদী পারাপার হতে মানুষকে দূর্ভোগের শিকার হতে হচ্ছে। দুই তীরের কৃষকরা তাদের উৎপাদিত বিভিন্ন জাতের সবজির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। সেতু নির্মাণ হলে এখানকার উৎপাদিত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে কৃষকরা অর্থ উপার্জনের পাশাপাশি সময় ও লাগতো কম।
চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন- দোহাজারী চৌকিদার ফাঁিড় সেতুটি নির্মাণের জন্য প্রচেষ্টা চলছে। আশা করছি একটু শিগগির সেতু নিমার্ণ কাজ করা হবে।