অভিযান চালিয়ে শেরপুরের ঝিনাইগাতী থেকে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (৪ অক্টোবর) দুপরে ও রাতে উপজেলার রাংটিয়া ও তেতুঁলতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়া (২২) নালিতাবাড়ী উপজেলার মৃত শহীদুল ইসলামের ছেলে এবং মনসুর আলী (২৫) ঝিনাইগাতী উপজেলার কালো গাজীর ছেলে।
র্যাব-১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে নলকূড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৪ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী মনসুর আলীকে আটক করে র্যাব। এদিকে একই উপজেলার তেতুঁলতলা এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ ও একটি মোবাইল ফোনসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বল মিয়াকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্নস্থানে মাদক কেনা বেচা ও সরবরাহের কথা স্বীকার করেছে তারা। আটকদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহাসহ র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।