আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়নে কোমর বেদে সমভাব্য চেয়ারম্যান প্রাথীরা গণসংযোগ উঠান বৈঠক এবং মিলাদ মাহফিলের অংশ গ্রহণ করছেন। ১নং গণপদ্দীতে সমভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শামছুর রহমান আবুল, সাবেক চেয়ারম্যান আমির হামজা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ও বি এন পি থেকে বদরুল আলম এবং শফিকুল ইসলাম, ২নং নকলাতে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান সুজা,আব্দুর রহমান চাঁন মিয়া,আব্দুল করিম, ৩নং উরফাতে বর্তমান চেয়ারম্যান রেজাউল হক হিরা, সাবেক চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্রো ,৪নং গৌড়দ্বারে বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বি এন পির আব্দুর রউফ, খন্দকার রবিউল করিম মানিক, ৫নং বানেশ^র্দীতে বর্তমান চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহাব্বত, জেলা পরিষদেরর সদস্য শামিউল হক মুক্তা, আনজুমানআরা রিমি, সহিদুল ইসলাম মাষ্টার ৬নং পাঠাকাটাতে ফয়েজ মিল্লাত, আব্দুস ছালাম সরকার, মকবুল হোসেন, আব্দুল আউয়াল মিন্টু,৭নং টালকীতে বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান বর্দি ,প্রকৌশলী সায়েদুল হক সাঈদ তারা মিয়া, বেলায়েত হোসেন আকন্দ, হযরত আলী খোরশেদ আলম সবুজ এবং মোজাফর মহিউদ্দিন বুলবুল, ৮নং চরঅষ্টধর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল মামুন, হাফিজ খান, শামছুজ্জামান সরকার ( ডেবিট) ও ইকবাল হোসেন স্বপন ৯নং চন্দ্রকোনায় বর্তমান চেয়ারম্যান সাজু সাইদ সিদ্দিকি, কামরুজ্জামান গেন্দু, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান ,। তবে প্রার্থীর সংখ্যা কম বেশি হতে পারে। বিএনপি নির্বাচনে না অংশ গ্রহণ করলে প্রার্থীর সংখ্যা আরো কমতে পারে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ধারনা করেছেন। তবে যোগ্য প্রার্থীকেই জনগন ভোট দিবেন বলে এমনটাই ভাবছেন স্ব স্ব ইউনিয়নের জনগন। নৌকা মনোনয়নে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন।