 
		
	শেরপুরের নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে মোস্তাফিজুর রহমান ৩ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ৪ অক্টোবর তার দ্বায়িত্ব বুঝে নেওয়ারপর তিনি মঙ্গলবার (৫ অক্টোবর) যথারীতি নিয়মিত অফিস করছেন। তার বাড়ী নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। ৬ ভাই এর মাঝে তিনি সবার ছোট। এদিকে উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান।