দেড় বছর বন্ধ থাকার পর খুলেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। হলে উঠতে এরইমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
গত ১৮ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৫ই অক্টোবর সকাল আটটা থেকে হলে তোলা হবে।
এরই মধ্যে হলগুলোতে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। হলগুলোর দেয়াল চুনকামের পাশাপাশি শেষ হয়েছে প্রয়োজনীয় সংস্কারকাজও। ইতিমধ্যে হলগুলোতে গণরুম–সংস্কৃতির অবসানের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।