দেশের উন্নয়নের পূর্ব শর্ত আইন শৃঙ্খলা রক্ষা করা। আর আইন শৃঙ্খলা রক্ষা করা প্রশাসন একার পক্ষে সম্ভব নয়। জনগনের জানমালের নিরাপত্তা বিধান করে দেশকে সুন্দর ভাবে পরিচালনা জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রশাসনকে ও এ ব্যাপারে সজাগ থাকবে হবে। হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব সুন্দর ভাবে উদযাপনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখন থেকে প্রস্ততি গ্রহন করতে হবে। তিনি সোমবার হাটহাজারী উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যে কোন মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে বলে ও তিনি উল্লেখ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, থানার ওসি( তদন্ত) রাজিব শর্মা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যানদের পক্ষে ফরহাদাবাদ, চিকনদন্ডী ও উত্তর মার্দাশা ইউ পি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইদ্রিস মিয়া তালুকদার, হাসানজামান বাচ্ছু ও মনঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ, গোবিন্দ প্রসাদ মহাজন, দিদারুল আলম বাবুল, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত প্রমুখ। পরে সাংসদ উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।