শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নয়াবিল ইউনিয়নের ডাওয়াকুড়া গ্রামে গত ৩ অক্টোবর রোববার বিকেলে বিদ্যুতায়িত হয়ে দুই জায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই নারী হলেন, উপজেলার ডাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী ছকিনা বেগম (৫০) ও আজগর আলীর স্ত্রী নুর নাহার বেগম (৪৫)। নিহত দুই নারী সম্পর্কে জা হয়। দুই নারী নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ানের দুই ফুফাতো ভাইয়ের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, নয়াবিল ইউনিয়নের ডাওয়াকুড়া গ্রামে বড় জা ছকিনা বেগম বৃষ্টির পর বাড়ির সাথে ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। পূর্ব হতেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের গায়ে হাত লেগে যায় ছকিনার। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে তাঁকে ছাড়াতে গিয়ে ছোট জা নুর নাহার বেগমও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দুই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান জানান, ‘নিহত দুই নারী আমার দুই ফুফাতো ভাইয়ের স্ত্রী। কাজ করার সময় প্রথমে ছকিনা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে ছাড়াতে গিয়ে নুর নাহারও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।