চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নে শিগগির অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষকলীগের কমিটি। জানা যায় সুযোগ সন্ধানী কিছু লোক দল বদল করে কৃষকলীগের কমিটির সদস্য হতে তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে কৃষকলীগে দীর্ঘ সময়ের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব দল বদলকারী লোকেরা এখন রীতিমত উপজেল্ াকৃষকলীগের এক নেতার সাথে যোগাযোগ করে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সভাপতি মাষ্টার হুমায়ন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এমন কথা আমি শুনেছি। দল বদল কারীদের কোন স্থান কৃষকলীগে হবে না।