চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় শঙ্খ নদীর চরতি এলাকায় চরে আটকে পড়া অজ্ঞাতনামা এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌছে অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন। পরে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। কোথাও কেউ এ যুবকটিকে হত্যা করে নদী ফেলে গেলে লাশটি পানিতে ভেসে এসে এখানে আটকে পড়ে বলে পুলিশের ধারনা। চন্দনাইশ থানার ইনচার্জ নাসির উদ্দিন সরকার সত্যতা নিশ্চিত করেন।