জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে শনিবার(২অক্টোবর)বিকালে শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন ইন্দিলপুর গ্রামে অভিযান চালিয়ে জীবিত ৩টি তক্ষকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন শ্রীবরদী থানাধীন ইন্দিলপুর গ্রামে বাসিন্দা মোঃ আঃ রশিদ ছেলে মোঃ হাবিবুর রহমান (৫২) এবং মৃত আজিজুর হকের ছেলে মোঃ জাকারিয়া হাবিব (৪৩) এবং লছমনপুরের বাসিন্দা মৃত আফছার আলীর ছেলে জালাল উদ্দিন(৫৬) কাছ থেকে ৩টি জীবিত তক্ষকসহ ৩টি মোবাইল সেট উদ্ধার করে। এসময় আসামীদের ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলাধীন বিভিন স্থানে এসব তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।বিষয়টি র্যাব-১৪ এক প্রেসরিলিজের মাধ্যমে জানিয়েছেন।