চট্টগ্রামের চন্দনাইশে সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে করে গরুর মালিকরা দিশাহারা হয়ে পড়েছে। জানা যায় চন্দনাইশে গত ১৫দিনে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ্চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়াডস্থ হারলা সমবায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবদুল আজিজের গোয়াল ঘর থেকে দুইটি বড় দুধেল গরু চুরি করে করে নিয়ে গেছে দুর্র্বত্তরা। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এর আগের সপ্তাহে উপজেলার পাঠানদন্ডী এলাকা থেকে সংঘবন্ধ চোরের দল সুজন পালের ৪টি,জিল্লুর রহামানে ২টি আবুল কালামের ১ ও আবদুল হকের ২টি গরু করে নিয়ে যায় । যার আনুমানিক মূল্য ৬লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থ গরুর মালিকরা জানিয়েছেন। চন্দনাইশ থানা ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন এ যাবৎ কেউ কোন অভিযোগ করেনি । রাতে চুরি প্রতিরোধে টহল পুলিশ জোরদার করা হয়েছে বলে জানান।