শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারআলী বাজারে আজ ২ অক্টোবর শনিবার দুপুরে চলন্ত দ্রুতগামী ব্যাটারী চালিত অটোর চাকার পৃষ্ঠে পড়ে ৪ সন্তানের জননী বালিকা দিও (৪৫) নামে আদিবাসী মহিলা নিহত হয়েছে। দূর্ঘটনার সময় চালক সটকে পড়লেও এলাকাবাসী অটো আটক করে রেখেছে।
এলাকাবাসী, ইউপি পরিষদ ও থানার সূত্রে জানা গেছে, উপজেলার হাতিপাগাড় এলাকার সংগ্রাম ¤্রং এর স্ত্রী ৪ সন্তানের জননী বালিকা দিও দুপুরে চারআলী বাজারে সড়ক ধরে বাজারে আসতে ছিলেন। এসময় দ্রুত গতি সম্পন্ন অটোটি পিছন দিক থেকে তার শরীরে তুলে দেয়। অটোর চাকা তার শরীরের উপড় দিয়ে গেলে তার মৃত্যু হয়। এলাকাবাসী বালিকা দিওকে নালিতাবাড়ী হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এদিকে অটো চালক পালিয়ে গেলেও এলাকাবাসী অটো আটক করে রাখে।
নয়াবিল ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী দেওয়ান বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি। মৃত বালিকা দিও পরিবারের সাথে যোগাযোগ করছি। এ ব্যাপারে থানায় ঘটনা জানিয়েছি।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল বলেন, মৃত বালিকা দিও পরিবার থানায় আসলে মামলা নেওয়া হবে।