খুলনার পাইকগাছায় ১০টি ইউনিয়নে ছয়টি উপস্বাস্থ্যকেন্দ্রে বছরের পর বছর ধরে নেই কোনো চিকিৎসক কর্মকর্তা। এসব কেন্দ্রে চিকিৎসা সেবা চলছে উপসহকারী ও ফার্মাসিস্ট দিয়ে। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার দরিদ্র মানুষ। জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ৬টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে গদাইপুর উপস্বাস্থ্যকেন্দ্রে কাগজে-কলমে রয়েছেন ডাক্তার খুকুমনি। কিন্তু ডাক্তারসংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে গদাইপুরে দায়িত্ব পালন করছেন সহকারী উপস্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম। রাড়ুলী ইউনিয়নের বাঁকা ও কাটিপাড়া বাজার উপস্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন ডাক্তার পপি রানী। কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা উপস্বাস্থ্যকেন্দ্রে রয়েছেন ডাক্তার অরূপ রতন, কিন্তু তিনি খুলনা কোভিড হাসপাতালে দায়িত্ব পালন করছেন। কপিলমুনি রয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবদুল্লাহ আল মামুন। গড়াইখালী উপস্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে রয়েছেন ডাক্তার মাহামুদা হক জুঁই। তিনি দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর গড়াইখালীতে রয়েছেন উপসহকারী মেডিকেল অফিসার শিপন হালদার। চাঁদখালী উপস্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার মোহাম্মদ সাইফুল্লা ইবনে মান্নান দায়িত্ব পালনের কথা থাকলেও সেখানে রয়েছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাকিল মেহেদি রেজা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রে একজন মেডিকেল অফিসার, একজন উপসহকারী মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট ও নতুন পদায়ন একজন নার্স এবং একজন পিয়ন (এমএলএসএস) থাকার কথা থাকলেও এগুলো চলছে উপসহকারী ও ফার্মাসিস্ট দিয়ে। এর মধ্যে গদাইপুর, আগড়ঘাটা ও গড়ইখালী উপস্বাস্থ্যকেন্দ্র চলছে একজন করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে। এর মধ্যে বাঁকার ফার্মাসিস্ট থাকেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এসব উপস্বাস্থ্যকেন্দ্রে যিনি ব্যবস্থাপত্র দিচ্ছেন তিনি আবার ওষুধ দেওয়ার দায়িত্বে রয়েছেন। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসারসহ পাঁচজন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র একজন করে কর্মচারী। ডাক্তারসহ জনবলসংকটে এলাকাবাসী নিজ এলাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে অবকাঠামোর দিক দিয়ে পাকা ও আধুনিকায়ন হলেও গদাইপুর উপস্বাস্থ্যকেন্দ্রের চারপাশ নোংরা ও স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজন কুমার সরকার এফএনএসকে বলেন, জনবলসংকট ও জোয়ারের পানিতে গদাইপুর উপস্বাস্থ্যকেন্দ্রের মেঝে ডুবে যায়। এ কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতীশ চন্দ্র গোলদার এফএনএসকে বলেন, ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১১ জন। সেখানে ডাক্তারের পদ শূন্য রয়েছে ১২টি। সে কারণে সাবসেন্টারের ডাক্তার দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আমি প্রতি মাসে জনবলসংকটের কথা লিখে পাঠাচ্ছি মন্ত্রণালয়ে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এদিকে এ হাসপাতাল থেকে চারজন ডাক্তার কোভিড হাসপাতালে নিয়ে গেছে। এ জন্য রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।