একসময় নারীরা ঘরের বাইরেই যেতে পারত না। তবে সে পরিস্থিতি এখন বদলেছে। নারীরা দেশের মধ্যকার কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিদেশ থেকেও রেমিট্যান্স নিয়ে আসছে। বিশে^র প্রায় সকল দেশেই কাজ করছে বাংলাদেশের নারীরা। তবে যতই দিন যাচ্ছে এর সাথে যুক্ত হচ্ছে আরেকটা উদ্বেগ। আশঙ্কাজনক হারে বাড়ছে নারী পাচার। কিছুতেই রোধ করা যাচ্ছে না এই পাচার। প্রকাশিত খবরে জানা যায়, সৌদি আরবে পাচারের শিকার হয়েছেন এক নারী। সেখানে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ওই নারী বাঁচার আকুতি জানানোর মাস তিনেক পর তার স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মানবপাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বর্তমানে মানবপাচারকারী চক্রের সদস্যরা বিভিন্ন ফাঁদ, যেমন বিদেশে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ জনগণের সরলতার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে এক নারী ও তার মেয়েকে পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। পার্শ্ববর্তী দেশ ভারতে নারী পাচার এবং তরুণীকে পাশবিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের হোতাদের গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পাচার হওয়া এক কিশোরী সম্প্রতি দেশে ফিরে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চার-পাঁচজন মিলে এক তরুণীকে বিবস্ত্র করে পৈশাচিক, পাশবিক ও যৌন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি সাইবার মনিটরিং টিমের নজরে এলে পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে চক্রের বেশ কজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পাচারের শিকার নারীদের তারা বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করত। উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পার্শ্ববর্তী দেশে পাচার করতেন তারা। আর এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে বিভিন্ন বয়সের নারী ও তরুণীদের সঙ্গে যোগাযোগ করত ওই চক্রটি। এই গ্রুপে যেসব তরুণী ছিলেন, তাদের মডেল বানানোসহ ও বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করা হতো। পরবর্তী সময়ে ভারতে বিভিন্ন সুপারশপ ও বিউটি পার্লারে চাকরি দেয়ার কথা বলে এসব তরুণীকে পাচার করা হতো। ভারতে তাদের পাচারের পর প্রথমে একটি সেফ হাউসে নেওয়া হতো। সেফ হাউসে তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং জোর করে মাদক সেবন করতে বাধ্য করানো হতো। মাদক সেবনের পর তাদের জোরপূর্বক যৌন নির্যাতন করে ভিডিও ধারণ করা হতো। যাতে তাদের পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করা যায়। এই চক্র এ পর্যন্ত দেড় হাজার নারী পাচার করেছে।
দেশের মধ্যে কত সংখ্যক নারী পাচার হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো হিসাব পাওয়া যায় না। তবে জাতিসংঘের এক পরিসংখ্যানে বিশ্বের ৩৪ শতাংশ নারী নিজ দেশেই পাচার হয়। আর ৩৭ শতাংশ আন্তঃসীমান্ত পাচারের শিকার। পাচার হওয়া নারীদের অনেক সময় তালা মেরে বন্দি করে রাখা হয়। তথ্য মতে, ৫ বছরে বাংলাদেশের ৫ লাখ নারী বিদেশে পাচার হয়েছে। যাদের গন্তব্য ভারত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। সব চেয়ে নেতিবাচক দিক হচ্ছে, দেশে ফিরে এলেও পাচার হওয়া নারীকে সমাজে কখনোই সহজভাবে গ্রহণ করে না। আত্মীয়স্বজনরাও তাদের দেখে খারাপ দৃষ্টিতে। আমরা মনে করি, এ ক্ষেত্রে নজর দেওয়া উচিত স্থানীয় প্রশাসনের। পাশাপাশি ফিরে আসা মেয়েদের পুনর্বাসনেরও ব্যাবস্থা করতে হবে। তাদের স্বাবলম্বী করার দায়িত্ব নিতে হবে সরকারকে।