জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সারাদেশে করোনার গণ টিকাদানের বিশেষ কর্মসূচি পালিত হলো। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এ গণ টিকাদান কর্মসূচিতে একদিনে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল স্বাস্থ্য বিভাগ। তবে কতজনকে টিকা দেওয়া হয়েছে, তা তাৎক্ষনিক ভাবে জানা যায় নি। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ২৯ সেপ্টেম্বরও টিকা দান কর্মসূচি চালু রাখবে। যদিও ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন তাদের টিকা দান কর্মসূচি একদিনেই সীমাবদ্ধ রয়েছেন। উল্লেখ্য টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়ার হবে আগামী ২৮ অক্টোবর।
সারা দেশের গণটিকা দান কর্মসূচিতে শহরাঞ্চলে জনগণকে টিকা নিতে আসতে দেখা যায় নি। প্রত্যেক টিকা দান কেন্দ্রেই ছিল ঢিলেঢালা ভাব। জনগণের উপস্থিতি কম। অন্যদিকে গ্রামাঞ্চলে দেখা গেছে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী পুরুষকে টিকা নিতে দেখা গেছে। সারা দেশে সকাল থেকে টিকা দান কর্মসূীচ শুরু হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কর্মসূচি শুরু হয় বেলা আড়াইটায়। কর্মসূচি পরিবর্তনের এ খবর সবার কাছে পৌছায় নি বিধায় অনেকেই সকালে টিকা নিতে এসে ফিরে গেছেন। অন্যদিকে উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ডের নির্ধারিত টিকা দান কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মত টিকা পাননি। স্মার্ট ফোন ব্যবহারকারীরা লাইনে না দাড়িয়েই টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন। কারণ যাদের হাতে স্মার্ট ফোন ছিল, তাদের কাউন্সিলরের হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম পরিচয় লিখে বার্তা দিলে কাউন্সিলর নিজের ফেসবুক পেইজে লিংক দিয়েছেন ঐ ব্যক্তির নম্বরে। পরে কাউন্সিলরের এক সহকারী পেইজে লিংক দিয়ে লাইক আদায় করেন। এরপর টিকা নিতে বুথে যেতে দেওয়া হয়েছে স্মার্ট ফোন ব্যবহারকারীদের। যাদের স্মার্ট ফোন নাই, তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করতে দেখা গেছেন।
করোনা সংক্রমণ এখন ক্রমেই কমে আসছে। কমেছে মৃত্যুর হার। নিজেদের নিরাপদ রাখতে করোনা টিকা গ্রহণের বিষয়ে মানুষের আগ্রহ বেড়েছে। গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়। নিয়মিত টিকাদান কার্যক্রমের পাশাপাশি এখন পর্যন্ত গণটিকা দানের দু’টি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বরে আগে ৭ থেকে ১২ আগস্ট একটি বিশেষ সম্প্রসারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এর প্রথম দিনেই ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়।
টিকা নিতে মানুষের টিকা কেন্দ্রে ব্যাপক ভিড় দেখা যায়। ফলে টিকা সংকটের কারণে অনেকে টিকা না নিয়ে ফিরে গেছেন। এবারের গণটিকা দান কর্মসূচি নিয়ে তেমন প্রচারণা ছিল না। ফলে শহরাঞ্চলে টিকা নিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় নি।
সরকার চাইছে, দেশের সিংহভাগ মানুষকে টিকা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ করতে। কিন্তু সেই লক্ষ্য পুড়নে যদি সংশ্লিষ্টরা প্রচার না চালান, তবে জনগণ জানবে কি করে, আর টিকাই বা নিবেন কি করে? তাই টিকা দানের লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন যথাযথ উদ্যোগ। আর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নেয়া কর্মসূচি সর্বাঙ্গীণ সার্থকতা সবাই চায়। যদি প্রচারণার অভাবে সার্থক না হয়, তবে তার দায় কার।