হালদার মা মাছ,জীব বৈচিত্র্য ও ডলফিন রক্ষায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গড়দুয়ারা ইউনিয়ন অংশের কেরাম তলীর হ বাঁকে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে ২ টি ঘেরাজাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন সহযোগিতা করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে অংশ নেয়া সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং অবৈধ মাছ শিকারীদের তথ্য প্রদানে সহায়তা করতেও বলা হয়।
হালদার মা মাছ ও ডলফিন রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে বলে জানান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীদুল আলম।