নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন মোহাম্মদপুর গ্রামে পুলিশের ইন্ধনে হানিফ মিয়া নামের এক ব্যাক্তির পরিবারকে মারধর ও ওয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে নুর হোসেন নামের থানার এক এসআই’র বিরুদ্ধে ।
ওই ঘটনাটি ঘটেছে বুধবার (২৯সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউপির ৫নং ওয়ার্ডের দক্ষিন মোহাম্মদপুর গ্রামের হাজ্বী মকু সওদাগর বাড়িতে। এ সময় প্রতিপক্ষের লোকজনের হামলায় নারী-শিশু সহ ৪জন আহত হয়েছে। আহতরা হচ্ছেঃ মোঃ হানিফ (৬২),তার স্ত্রী রোকেয়া বেগম(৫০),মেয়ে (৩০) নাতনী জান্নাতুল ফেরদাউস শ্রাবন্তী (৮) ।
ভাংচুরর ও হামলা ও শিকার মোঃ হানিফ মিয়া জানায়, তার পিতা হাজ্বী মকু মিয়া সওদাগর পিতা হারা দুই ভাগিনার নামে ৩ দাগে পৌন ৬শতাংশ জমিন রেজিষ্ট্রি করে দেন। ওই সম্পত্তিতে চলাচলের পথ না থাকায় বোনের অনুরোধে দুই ভাগিনা জেবল হক ও জাহাঙ্গীর আলমকে বাড়ির উত্তর পাশ্বে একটি ভিটি দিলে দুইভাই ওই ভিটিতে বসতঘর তৈয়ার করে বিগত ২০ বছর যাবত বসবাস শুরু করে। কিন্তু বিগত এক বছর আগে ছোট ভাগিনা জাহাঙ্গীর ওই ভিটে বাড়ি ছেড়ে নানার দান করা সম্পত্তিতে এসে ঘর তুলে বসবাস শুরু করে। এবং জাহাঙ্গীরকে হানিফ মিয়ার বসতঘরের সামনে দিয়ে চলাচলের পথ দেওয়ার জন্য নানা ভাবে চাপ সৃষ্টি করতে থাকে। হানিফ মিয়া নিজ বসতঘরের সামনে দিয়ে চলাচলের পথ দিতে অস্বীকার করলে জাহাঙ্গীর বিষয়টি প্রতিকার চেয়ে বেগমগঞ্জ পুলিশ সার্কেল অফিসে একটি অভিযোগ দেয়। এরপর বিষয়টি তদন্তে দায়ীত্ব দেওয়া হয় সেনবাগ থানার এসআই নুর হোসেনকে। সে বিষয়টি নিয়ে উভয়কে থানায় ডেকে কাগজপত্র পর্যালোচনা করে সম্পত্তি পরিমাপর করান। কিন্তু তিনি কোন সিন্ধান্ত দিতে না পেরে প্রতিপক্ষ থেকে টাকা নিয়ে হানিফ মিয়ার ওপর চাপ প্রয়োগ শুরু করে। পরবর্তীতে নিরুপায় হয়ে হানিফ মিয়া সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরীর দারস্ত হলে তিনি সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধাকে বিষয়টি উভয়কে থানায় ডেকে সুষ্ঠু সমাধান করে দেওয়ার অনুরোধ করেন। এরপর ওসির নির্দেশে ওসি তদন্ত ইকবাল হোসেন পাটোয়ারী, এসআই নুর হোসেন ও অপর এক পুলিশ সদস্য বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে বিকেল থানায় আসার নির্দেশনা দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরপরই প্রতিপক্ষ জাহাঙ্গীর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ১৫/২০জন লোকদিয়ে হানিফ মিয়ার নির্মাণার্ধীন টয়লেট ও ওয়াল ভেঙ্গে মাটির সঙ্গে গুড়িয়ে দেয় এবং হানিফ মিয়া সহ তার পরিবারের ৪সদস্যকে মারধর করে আহত করে। ওই ভাংচুরের ইন্ধন দাতা হিসাবে হানিফ নুর হোসনকে দায়ী করেন।
এব্যাপারে এসআই নুর হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান তারা ঘটনাস্থল থেকে স্থানীয় শাহাজীর হাট বাজারে পৌছলে এলাকাবাসী ওই ওয়ালটি ভেঙ্গে পুকুরে ফেলে দিয়েছে বলে মোবাইল ফোনে শুনেছেন বলে জানান। তার নির্দেশে ওয়ালটি ভাঙ্গা হয়েছে বলে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করলেও। এরপর্যাযে তিনি টাকা পয়সা নিয়ে কাজ করার কথা স্বীকার
এ ব্যাপারে অভিযোগের বাদি জাহাঙ্গীরের সঙ্গে কথা বললে, পুলিশের নির্দেশে তিনিসহ এলাকাবাসী ওয়ালটি ভেঙ্গেছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধার সঙ্গে কথা বললে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান।