রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় মাদক ব্যবসায়ী পলাশ মিঞার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতের বিচারক আল-মাহবুব এ রিমান্ড মঞ্জুর করেন।
একইসাথে আসামি পলাশকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া হয়। এর আগে কড়া নিরাপত্তায় পলাশকে আদালতে হাজির করে পুলিশ।
এর আগে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন খবর পেয়ে হারাগাছ থানার এসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবাসহ আটক করে।
এসময় আসামি পলাশ এএসআই পিয়ারুলকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।